সায়েম মাহমুদ, চট্টগ্রাম ট্রিবিউন:
প্রিমিয়ার ইউনিভার্সিটি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা ও বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ০৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, সকাল ১১টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাস চত্বরে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই প্রতিবাদ জানায়।
শিক্ষার্থীদের সঙ্গে প্রতিবাদ সমাবেশে যোগদান ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম ও রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। তাঁরা বক্তব্যে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনীর গণহত্যা ও হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অবিলম্বে ইসরায়েল বাহিনীকে এই গণহত্যা ও হামলা বন্ধের আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশ শেষে প্রতিবাদী শিক্ষার্থীরা জিইসির মোড় থেকে গোলপাহাড় পর্যন্ত একটি র্যালি বের করে। উল্লেখ্য, গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা ও বর্বর হামলার তীব্র প্রতিবাদে বৈশ্বিক কর্মসূচি ‘নো ওয়ার্ক, নো স্কুল’-এর আওতায় প্রিমিয়ার ইউনিভার্সিটি ০৭ ও ০৮ এপ্রিল দু’দিন শিক্ষাকার্যক্রমও বন্ধ রাখে।