রবিবার, আগস্ট ১৭, ২০২৫

প্রাণের সন্দ্বীপ মানব দরদী সংগঠনের খাদ্র সামগ্রী বিতারণ

আপডেট:

ইলিয়াছ সুমন,
করোনা মহামারীর কারনে সন্দ্বীপে মগধরা ইউনিয়নে ১২০ টি পরিবারের কর্মহীন,সিনজি,অটো রিক্সা ও ট্রলী শ্রমিক রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার কৃষক দিনমজুর গরীব দুমখী মেহনতি মাঝে খাদ্র সামগ্রী বিতারণী অনুষ্ঠান আজ উত্তর মগধরা গুপ্তছড়া বাজারে সংগঠনের কার্যালয়ে সংগঠনের সহ সভাপতি মিনহাজ কায়সারের সভাপতিত্বে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

উক্ত ত্রান বিতারনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে খাদ্র সামগ্রী বিতারণ করেন গুপ্তছড়া বাজার বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারন সম্পাদক কাজী রকিবুল আহসান বিএ। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইলিয়াছ সুমন।

বিজ্ঞাপন

এ সময় উপস্হিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে, কাইয়ুম, শিমুল, আকবর, জাবেদ, ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
খাদ্র সামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারকে চাওল ৫ কেজি, আলু ৩ কেজি, সোয়াবিন তৈল ১ কেজি, মশারি ডাল ১ কেজি, পিয়াজ ১ কেজি সাবান ১ টি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত