সাফায়েত মোরশেদ, চট্টগ্রাম প্রতিনিধি:
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এ একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ জনাব লুৎফর রহমান এবং যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক জিএস এবং যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু মুহাম্মদ মহিউদ্দিন।
কেক কেটে অনুষ্ঠানটির উদ্বোধন করেন যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু মুহাম্মদ মহিউদ্দিন। এ সময় জয় বাংলার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চট্টগ্রাম পলিটেকনিক ক্যাম্পাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রসংসদের সাবেক ভিপি বেলাল উদ্দীন, চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মহিউল আলম।
বর্তমান ছাত্রসংসদের ভিপি কাম্বার হোসেন রকি, জি এস শাহাদাত হোসেন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ইকরামুল কবির ইয়াম এবং সাধারণ সম্পাদক শওকত ওসমান সজীব এবং সাংগঠনিক সম্পাদক কাউসার, ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রিমু এবং সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।