রবিবার, আগস্ট ১৭, ২০২৫

প্রজনন স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠান

আপডেট:

শাহাদাত হোসাইন জুনাঈদী, বোয়ালখালী:
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘উপজেলা পরিচলন ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় খরনদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বয়:সন্ধিকালীন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (১লা ফেব্রুয়ারি) এসএমসির সভাপতি আবু বকর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমও ডা: কামরুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাত সুলতানা, একাডেমিক সুপারভাইজার সঞ্চিতা পালিত প্রমূখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি শিশু সে ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন, জন্ম থেকে শুরু করে জীবনের প্রতিটি স্তরেই তার সাধারণ স্বাস্থ্যের পাশাপাশি প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। যদি বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে স্বাস্থ্যসংক্রান্ত অনেক জটিলতার সম্মুখীন হয়।

অনুষ্ঠান শেষে এসএমসির সৌজন্যে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে বিদ্যালয়ের সকল ছাত্রীদের মধ্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত