নিজস্ব প্রতিবেদক,
শুক্রবার ২১ অক্টোবর একটি স্থানীয় দৈনিকের প্রথম পাতায় ” শিরাজুল মোস্তফা আলালের পক্ষে কাজ করায় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফজল কাদেরকে হত্যার হুমকি” শিরোনামে প্রকাশিত খবরে জামায়াত সমর্থিত প্রার্থী মোস্তাকের নাম উল্লেখ করে সমর্থক মামুন এর নেতৃত্বে নেজাম উদ্দীন, মহিউদ্দিন কে জড়িয়ে যে মিথ্যাচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মামুনুর রশিদ।
সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ২১ অক্টোবর ‘সিরাজুল মোস্তফা আলালের পক্ষে কাজ করায় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফজল কাদেরকে হত্যার হুমকি” শিরোনামে প্রকাশিত খবরে মামুনসহ অন্যান্যদের অভিযুক্ত করে যে নিউজ প্রচার করা হয়েছে উক্ত সংবাদটি তাদের দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
কিছু জাত শত্রু শুধুমাত্র তাদের পরিবারিক ভাবমর্যাদা নষ্ট এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যই প্রকাশিত খবরে কু- উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মামুনসহ অন্যান্যদের জড়ানো হয়েছে।এমনকি উক্ত নিউজে অভিযুক্ত মামুন, নেজাম, মহিউদ্দীনসহ তাদের পরিবার জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী মোস্তাকের সক্রিয়’ সমর্থক মর্মে যে কথা বলা হয়েছে তা ডাহা মিথ্যা। তাদের সাথে জামায়াতে ইসলামী বা প্রার্থী মোস্তাকের কোনো সম্পর্ক নেই এবং থাকার প্রশ্নই আসে না।
তিনি বলেন, আমরা মনে করি, যে বা যাহারা ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ পিএমখালী ইউনিয়নের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান পদের প্রার্থী, সকলের আস্থাভাজন জনপ্রিয় নেতা সিরাজুল মোস্তফা আলালের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করে নিজের স্বার্থ আদায় করতে বিভ্রান্ত সৃষ্টি করে মানুষকে প্রভাবিত করেন বা করে থাকেন তা অত্যন্ত জঘন্য অপরাধ। আমরা এ ধরনের ভিক্তিহীন মিথ্যা নিউজের তীব্র নিন্দা জানাই।
একটি কুচক্রী মহল আমাদের কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছেন। উক্ত ঘটনার বিষয়ে সিরাজুল মোস্তফা আলালের সাথে সরাসরি কথা বলিলে সে কিছু জানেন না বলে জানিয়েছেন। বলেন, ভোটের পরে জড়িতদের কঠিন শাস্তির মুখোমুখি করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে অভিযুক্তদের অভয় প্রদান করেন। ভাবিষ্যতে এ ধরনের মিথ্যা খবর প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করেন।