শনিবার, আগস্ট ১৬, ২০২৫

পীরে কামেল আল্লামা আহমদ হাসান রহঃ ৯তম বার্ষিক ফাতেহা আগামীকাল

আপডেট:

আনোয়ারা প্রতিনিধিঃ
হযরত আল্লামা আহমদ হাসান(রহঃ) এর আগামীকাল ২৫ ফেব্রুয়ারি আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়া গ্রামে তার মাজার প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এই বছরও বার্ষিক ফাতেহা অনুষ্ঠিত হইবে।

তিনি বিগত ২৫ শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার ২০১১ সকাল ৭ টার দিকে ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন

হযরত মাওলানা আহমদ হাসান রহঃ ছিলেন হযরত আল্লামা হাফেজ মুনিরুদ্দীন (রহঃ) এর অন্যতম খলিফা।

প্রায় ৭ বছর বয়সে উনার পিতাকে হারিয়ে তিনি এতিম হলেও কিন্তু প্রতিকূলতায় হযরত আল্লামা আহমদ হাসান(রহঃ) ভারতীয় উপমহাদেশের তৎকালীন অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্টান থেকে দারুল উলুম দেওবন্দ মাদরাসা থেকে দাওরায়ে হাদীস শিক্ষাজীবন শেষ করেন।

বিজ্ঞাপন

তিনি ওয়াইজদিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস সহ প্রায় দীর্ঘ ৩৭ বছর মত চুন্নাপাড়া মুনিরুল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসার অধক্ষ্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তার হাতে গড়া বিভিন্ন ছাত্র অনেক মাদ্রাসার অধ্যক্ষ, মুফতি,মুহাদ্দিস হিসেবে দায়িত্বরত বিভিন্ন মাদরাসায় খেদমত করে যাচ্ছেন।

সারাজীবন দ্বীন ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রেখছেন। দুনিয়াবী লোভ-লালসা কখনো কে বিন্দু মাত্র গ্রাস করতে পারেনি।

তাহার লক্ষ লক্ষ আশেক সারাদেশে ছড়িয়ে আছে। মানুষ বিভিন্ন বিপদ-আপদে ছুটে যেতেন তার দরবারে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত