বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

পিএসএলের নয়া চ্যাম্পিয়ন করাচি কিংস

আপডেট:

তাহমিদ লিয়াম,
ফাইনালে তামিম ইকবালের লাহোর কালান্দার্সকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল করাচির ফ্র‍্যাঞ্চাইজিটি।

আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৪ রানে থামে লাহোরের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে টাইগার ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে। ব্যাটসম্যানদের জন্য কঠিন উইকেটে ধীরগতির ব্যাটিং করে ৩৮ বলে ৩৫ রান করার পর আউট হন তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে তার ওপেনিং পার্টনার ফখর জামানের ব্যাট থেকে।

বিজ্ঞাপন

এদিনও বড় স্কোর করতে ব্যর্থ হন মোহাম্মদ হাফিজ ও বেন ডাংকরা। করাচির পক্ষে ২টি করে উইকেট নেন উমাইদ আসিফ, আরশাদ ইকবাল ও ওয়াকাস মাকসুদ।

১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পুরো আসর জুড়েই ধারাবাহিক অধিনায়ক বাবর আজমের ৬৩* রানের ইনিংস এবং ক্যারিবিয়ান চ্যাডউইক ওয়ালটনের কার্যকরী ২২ রানের ইনিংসে সহজেই জয় পায় করাচি। যদিও হারিস রউফ শেষের দিকে ২টি উইকেট তুলে নিয়ে ম্যাচ কিছুটা জমিয়ে তোলার চেষ্টা করলেও অধিনায়ক ইমাদ ওয়াসিমের ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ৫ উইকেটে জয় পেয়ে যায় করাচি। দিলবার হুসেইনও নেন ২ উইকেট।

বিজ্ঞাপন

৬৩* রানের ইনিংসের জন্য ফাইনালের সেরা খেলোয়াড় হন বাবর আজম। এছাড়া পুরো আসরে ১১ ইনিংসে ৫ ফিফটিসহ ৫৯.১২ গড়ে মোট ৪৭৩ রান করা এই ডানহাতি ব্যাটসম্যান পান টুর্নামেন্ট সেরার পুরষ্কারও।

(ছবি : করাচি কিংস)

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত