বুধবার, আগস্ট ১৩, ২০২৫

“পার্বত্য চট্টগ্রাম রক্ষার্থে প্রয়োজনে আবার যুদ্ধ করতে হবে”- কাজী মোঃ মজিবর রহমান!

আপডেট:

নিজস্ব সংবাদদাতা,
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও প্রথম সভা অনুষ্ঠিত
অদ্য(৮ সেপ্টেম্বর২২) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি প্রেসক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সভায় ৭১জন কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরিচয় পর্বে তিন জেলার পিসিএনপি নেতারা স্ব স্ব পরিচয় প্রদান করেন।

বিজ্ঞাপন

সভায়, পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের বৃহৎ স্বার্থে পার্বত্য চট্টগ্রাম ভূমি নিরোধ নিস্পত্তি কমিশন আইন সংশধনের ৭ দফা দাবীতে চলমান আন্দোলনের বিষয়টি গুরুত্ব পায়।

স্বাগতিক বক্তব্যে কেন্দ্রীয় কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন, পার্বত্যাঞ্চলে অধিকার আদায়ের সংগ্রামে পিসিএনপির সমর্থনে ব্যপক মানুষ রয়েছে।

বিজ্ঞাপন

সঠিক নেতৃত্ব দিতে পারলে সংগঠনকে এগিয়ে নেয়া যাবে। আশাব্যক্ত করে বলেন আমার রাজনৈতিক পরিচিতির জন্য পিসিএনপি করি না।

পার্বত্য চট্টগ্রামের নাগরিকদের অধিকার আদায়ে বিবেক ও মনুষ্যত্ব্যের বোধ থেকে করছি।

বিগত ৬ তারিখের হরতালের স্বতঃস্ফূর্ততা মূল্যায়ন করে বলেন, হরতাল সফল হয়েছে।
কিন্তু… আরো স্বনির্ভরতা অর্জন করতে হবে।
হরতাল সম্পর্কে বিবিসিসহ আন্তর্জাতিক গনমাধ্যমে যতেষ্ট প্রচার হয়েছে।

নেতা মুজিব বলেন, “আমার সংগঠনের কর্মী আমার সন্তানের চেয়েও প্রিয়”।

এসময় উপস্থিত ছিলেন দলের মহা সচিব আলমগীর কবির সহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি সকল নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত