বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

পাকিস্তানে মাদ্রাসায় বোমা হামলায় নিহত ৭

আপডেট:

পাকিস্তানের একটি মাদ্রাসায় শক্তিশালী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হন কমপক্ষে ৭০ জনের বেশি। হতাহতের মধ্যে বেশির ভাগই শিশু। খবর. আল-জাজিরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে পেশোয়ারের স্পেন জামায়াত মসজিদ, যা স্থানীয় শিশুদের জন্য একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হয় সেখানে এ বিস্ফোরণ ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বিস্ফোরণে ভবনটির প্রার্থনার সামনের অংশ পুরোপুরি ধসে পড়েছে। বিভিন্ন স্থানে শুধু ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশ।


ঘটনার পরপরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় বলেন,এই ধরনের সন্ত্রাসী হামলা কখনো কাম্য নয়, আমি খুবই মর্মাহত। অতি শিগগরই সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত