আব্দুল কাইয়ুম, চট্টগ্রামঃ
করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থদের ঘরে খাবার ও অন্য প্রয়োজনীয় সামগ্রী সহায়তা দিয়েছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মীর জিহান আলী খান।
গত বুধবার (১’লা এপ্রিল ও বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল থেকে নগরীর পাঁচলাইশ এলাকার বিভিন্ন স্থানে বসবাসকারী কর্মহীন নির্মাণ শ্রমিক ও দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে এ সহায়তা পৌঁছে দেয় এই ছাত্রলীগ নেতা।
এ ব্যপারে ছাত্রলীগ নেতা মীর জিহান আলী খান চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন, ‘জাতির যে কোনো সংকটে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় জনগণের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের সংকট মোকাবিলায় গরিব ও অসহাদের মানুষদের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরো বলেন, আজ এবং গতকাল দিনব্যপী জীবনের ঝুঁকি নিয়ে খাদ্য সামগ্রী বিতরন করেছি। আমি সমাজের বিত্তশালীদের আহবান করছি, আপনারা ও এগিয়ে আসুন। আজ আমরা দিয়েছি, আমি চাই আমাদের দেখে অনুপ্রাণিত হয়ে কাল আপনি দিবেন। তবুও এই বাংলায় একজন মানুষও না খেয়ে থাকবে তা আমরা হতে দিব না। এই মুহুর্তে যার যা আছে তা নিয়েই আমাদের করোনা সংক্রমন যুদ্ধে জয়ী হতে হবে। প্লিজ আপনারাও এগিয়ে আসুন।
ইতিহাস স্বাক্ষী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে আমরা বাংলাদেশ ছাত্রলীগ জীবনবাজি রেখে রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। জয় বাংলা।
এতে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আবু সাইফ চৌধুরী, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগ নেতা মীর নাবিদ আলী খান, রবিউল হোসেন ইমন, নাজমুস সাকিব চৌধুরী, শাকিল আহমেদ, মোহাম্মদ মামুন প্রমুখ।