বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

পর্যটনের শহর টেকনাফ জেটিতে দর্শনার্থীদের ভীড়

আপডেট:

পর্যটনের শহর টেকনাফ জেটিতে দর্শনার্থীদের ভীড়

টেকনাফ প্রতিনিধিঃ

বিজ্ঞাপন

পর্যটন শহর কক্সবাজার টেকনাফে পৌরসভার লামার বাজার এলাকার ট্রানজিট জেটি। টেকনাফ-মায়ানমার সীমান্তের কূল ঘেঁষা অপার সম্ভাবনার জনপদ জেটিতে বসে নিজেকে উজাড় করে দিয়ে প্রকৃতির খুব কাছাকাছি থেকে এক খণ্ড সময় কাটায় প্রকৃতি প্রেমিকরা। তাদের হৃদয় ও মন ছুঁয়ে যায় নৈসর্গিক এ স্থানটির রূপ-লাবণ্যে। মেঘাচ্ছন্ন দিনে জেটিতে আরো বেশী দৃষ্টিনন্দন ও অপরূপ হয়ে উঠে। এই জেটিকে সৌন্দর্য্যতা ভ্রমণ পিপাসু যে কাউকেই মুগ্ধ করবে অনায়াশে।

এখানকার প্রকৃতি ক্ষণে ক্ষণে রং বদলায়।জেটিতে উঠেই আকাশপানে তাকালে মনে হয় কালো মেঘগুলোকে যেন সরিয়ে দিয়ে সাদা মেঘের আনা গোনা শুরু হয়েছে। কেওড়া বাগান ও নাফনদীর সৌন্দর্য্য প্রাকৃতিতে বসে চাঁদনী রাতের দৃশ্যপট এনে দেয় ভিন্ন মাত্রা। জেটির আবহাওয়া ও সৌন্দর্য, রাতের আকাশে চন্দ্র-তারা ও দিনের আলোয় লাল সূর্য মিলেমিশে একাকার।

বিজ্ঞাপন

এ দৃশ্য নিমিষেই সবার মনকে উদাস করে তোলে। এখনো জেটির পুর্ণ নির্মান শেষ হতে না হতে দেশী-বিদেশী পর্যটকের আগমন ঘটছে। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রেইভ সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ার পর থেকে টেকনাফের পর্যটন এলাকা গুলো সৌন্দর্য্য অবলোকনে প্রতিদিন প্রচুর পর্যটক ভীড় জমাচ্ছে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঈদের দ্বিতীয় দিনে প্রচুর পর্যটকের আগমন ছিল। পর্যটকরা এইখানে আসতে পেরে অনেক খুশি বলে জানিয়েছেন । টেকনাফ পৌর শহরের জেটিতে প্রবেশের সাথে সাথে আপনার চারপাশ যেন মুর্হুতে পরিবর্তন হয়ে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত