ইমতিয়াজ চৌধুরী, বিনোদন ডেস্কঃ
ডানা নেই, পরী আছে! অবিশ্বাস্যই নয় কি? হ্যাঁ এমনই অবিশ্বাস্য এক পরীর দেখা মেলে টালিউডে। ঢাকাই চলচ্চিত্রের ‘হট ফেভারিট’ অভিনেত্রী পরী মনি। পরীর প্রেমে জাল বুনেনি, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। হোক সেটা তার অভিনয়, কিংবা সৌন্দর্য।
তবে টেলিভিশনের পর্দা ছাড়িয়ে এবার দেশের বিভিন্ন জেলা থেকে উপজেলায় পৌঁছে গেছেন পরীমনি। শহরে শহরে বিলবোর্ড জুড়ে শোভা পেয়েছেন তিনি। ফেয়ার এন্ড লাভলীর বিজ্ঞাপন করা পরীর ছবিতে ছেয়ে গেছে সারা বাংলা।
এ নিয়ে আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সাথে নিজের রোমাঞ্চ শেয়ার করেছেন এই অভিনেত্রী। এক ফেইসবুক পোস্টে বিজ্ঞাপনের কয়েকটি ছবি দিয়ে পরী লেখেন; ‘তোমাদের সকলের জন্যে প্রত্যেকটা দিন হোক সুন্দর! ঠিক তোমার নিজের মত! কারণ তুমিই সুন্দর! তুমিই সৌন্দর্য! সৌন্দর্যের সংজ্ঞাই হোক তোমার আত্মবিশ্বাস। আর একটি #না হোক তোমার সচেতনতা।‘
এর আগে মঙ্গলবার ফেইসবুক পোস্টে পরী লিখেছেন; ‘জীবনের প্রথম বেতন থেকে তুমি শুধু অর্থই না, অর্জন করবে সম্মান। প্রথম বেতনের এই পথচলায় নারীদের অগ্রযাত্রায় কাজ করছে ফেয়ার অ্যান্ড লাভলী ক্যারিয়ার ফাউন্ডেশন। তুমিও নাও তোমার প্রথম বেতন অর্জনের পদক্ষেপ।’
উল্লেখ্য; ২০১৮ সালে ফেয়ার এন্ড লাভলীর সঙ্গে প্রথমবারের মতো ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন পরী মনি। সেই চুক্তি অনুযায়ী দুই বছর ইউনিলিভার বাংলাদেশের এই পণ্যটির বিজ্ঞাপনচিত্রসহ সমাজসেবামূলক কাজে অংশ নিতে দেখা যাবে এই সুন্দরী রমণীকে।