পটিয়া প্রতিনিধিঃ
পৌরসভার উদ্যোগে দূর্গা পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ রবিবার বিকেলে পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের নগদ টাকা হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুদানের অর্থ প্রদানকালে বক্তব্য রাখেন, পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌরসভার প্যানেল মেয়র-২ আবু ছৈয়দ, কাউন্সিলর খোরশেদ গণি, কামাল উদ্দিন, পটিয়া পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ নাছির, অধ্যাপক অজিত কুমার মিত্র, পৌরসভার সচিব নেজামুল হক, প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১৪টি পূজামন্ডপে প্রতিটি ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
এসময় পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন, অসম্প্রদায়িক চেতনায় এবারও হিন্দু সম্প্রদায়ের দূর্গা পূজা পালিত হবে। পূজা চলাকালীন সময়ে কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের পক্ষ থেকে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ধর্মের মানুষের কল্যাণে কাজ করেন। শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা সম্পন্ন করতে পূজা কমিটির পাশাপাশি সর্বস্তরের মানুষকে ভুমিকা রাখতে হবে।