বুধবার, আগস্ট ১৩, ২০২৫

পটিয়া চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষ রোপন কর্মসূচী সম্পন্ন

আপডেট:

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের চতুর্পাশে বৃক্ষ রোপণ কর্মসূচীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের কার্য নির্বাহী সদস্য ও চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম এ রহিম বলেন বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে সারা দেশে বন্যা ও জলোচ্ছ্বাস, সুনামির বিরুদ্ধে সামাজিক আন্দোলন হচ্ছে বৃক্ষরোপন, আপনার সন্তানকে নিরাপদ বাংলাদেশ উপহার দেয়ার জন্য দেশের প্রতিটি নাগরিকদের কে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করার আহবান জানান।

অাজ সোমবার ২রা সেপ্টেম্বর সকালে চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির এক সভা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম এ রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুস শুক্কুর ওয়াহিদি,সদস্য জাহাঙ্গীর আলম বেলাল, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন মুগ্ধা দাশ,সিমলা রানী দে, সমর কান্তি দাশ,বিউটি রানী চৌধুরী, ফারজানা জাফর, সুমী মজুমদার, উর্মী চৌধুরী, টুম্পা বড়ুয়া,মোহাম্মদ সোহেল, মোহাম্মদ নগর ঈমান হাসান হোসাইন স্মৃতি সংসদের সম্পাদক আশরাফুল আলী, মোহাম্মদ তৌহিদ, বোরহান উদ্দিন, ইমরান হোসেন, মোহাম্মদ সৈয়দ, মোহাম্মদ আব্দুল্লাহ,মুহাম্মদ আবু বক্কর প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত