মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

পটিয়ায় ৭৫০ পিচ ইয়াবা সহ যুবক আটক

আপডেট:

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় ৭৫০ পিচ ইয়াবা সহ একজন যুবককে অাটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল পটিয়া।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া পৌরসভার কাজীপাড়া অাশরাফ শাহ মাজারের সামনে হতে অাজ দুপুর পৌনে তিনটার দিকে মোঃ সুমন (৩০) নামের একজন মাদক ব্যাবসায়ীকে অাটক করা হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ী ইউনিয়নের মাঝিরকনা এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের চট্টগ্রাম ‘খ ‘ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক একেএম অাজাদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন ইয়াবা ব্যাবসায়ী কিছু ইয়াবা নিয়ে টেকনাফ হতে রওনা দিয়েছে। প্রতি মধ্যে সে কৌশল পাল্টানোর জন্য বাস হতে নেমে যায় পটিয়া কাগজী পাড়া নামক স্থানে। সেখান হতে অারেকটি গাড়ীতে উঠার সময় সন্দেহ জনক ভাবে তাকে জিজ্ঞেসাবাদ করে তার পরনের পেন্টের পকেট থেকে ৭৫০ পিচ ইয়াবা সহ অাটক করা হয়।

এসময় সে অারো জানায়, ইয়াবা গুলো টেকনাফ হতে নিয়ে যাওয়া হচ্ছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে।
তার বিরুদ্ধে মাদক অাইনে মামলা নিয়মিত মামলা রজু করে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত