পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় হিজরী নববর্ষকে স্বাগত জানিয়ে হিজরী নববর্ষ উদ্যাপন পরিষদ এক বণাঢ্য শোভাযাত্র ও শহীদ মিনারে আলোচনা সভা এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন উদ্যাপন পরিষদের চেয়ারম্যান আল্ল মা হাফেজ আহমদ আর কাদেরী, মহা সচিব আলহাজ্ব মোহাম্মদ মোরশেদ নেজামীর স্বাগত বক্তব্যর মাধ্যমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বকতিয়ার।
বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব কাজী সোলায়মান চৌধুরী, আবুল মুনছুর দৌলতী, আলহাজ্ব ছৈয়্যদ ইয়ার মোহাম্মদ পেয়ারু, বক্তব্য রাখেন আলহাজ্ব আলী হোসাইন, মাষ্টার মো: কমরুদ্দীন, সৈয়দ সালা উদ্দীন, মো: ইউছুপ জিলানী, আকতার হোসেন, চৌহিদুল হক ফারুকী, মো: শাহাদাত হোসেন, মো: আবদুর রজ্জাক, মো: শাহাদাত হোসেন, মো: রফিকুল ইসলাম, নজরুল ইসলাম সওকত, মো: রেজা কাদের, জসিম উদ্দীন, গোলাম সরওয়ার, মফিজুল ইসলাম, মো: সাইফুদ্দীন প্রমুখ।
এসময় বক্তরা বলেন,হিজরী নববর্ষ উপলক্ষে সরকারী ছুটি ও এ দিবসকে বিশেষ মর্যাদায় আসিন করার জন্য সরকারের নিকট দাবি জানান। পরে ইসলামী সংগীত অনুষ্ঠান পরিবেশন করা হয়।