সোমবার, আগস্ট ১৮, ২০২৫

পটিয়ায় হত্যা মামলার অাসামী গ্রেফতার।

আপডেট:

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন প্রজন্মলীগের আহবায়ক মোহাম্মদ বাহাদুর হত্যা মামলার প্রধান আসামী আবদুল মান্নানকে (৩০) সোমবার রাতে পুলিশ গ্রেফতার করেছে।

পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও এসআই শফিকুল ইসলাম অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামী মান্নানকে গ্রেফতার করেন। কোলাগাঁও ইউপি মেম্বার আবু বক্করকে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টমূলে আবদুল মান্নানকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারী কোলাগাঁও মেরিন ডকইয়ার্ড এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ আবদুল মান্নান প্রকাশ মান্নানের নেতৃত্বে বাহাদুরকে হত্যা করা করে। বাহাদুরের ছোট ভাই মো. মোরশেদ বাদী হয়ে মান্নান প্রকাশ মান্নাসহ ৭জনকে আসামী করে পটিয়া থানায় একটি মামলা করে।

অারো জানা যায় , কোলাগাঁও ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার আবু বক্করকে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলায় বাহাদুর হত্যা মামলার প্রধান আসামী আবদুল মান্নানকে পুলিশ গ্রেফতার করেছে। সে কোলাগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান শাসুল ইসলামের ঘর ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামী। দীর্ঘদিন ধরে কোলাগাঁও ইউনিয়নে কিছু যুবক শিল্প কারখানাকে ঘিরে চাঁদাবাজি, জায়গা দখল, ইয়াবা ব্যবসা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছেন। একই এলাকায় জামাল উদ্দিন আকবর নামের স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে বাহাদুর হত্যা মামলার আসামী শাহীনসহ কয়েকজন প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছেন, কর্ণফুলী নদীর পূর্ব তীরে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে বেসরকারিভাবে গড়ে ওঠা বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানাকে ঘিরে চাঁদাবাজি ও টেন্ডারবাজি এখন প্রকাশ্যে। একটি সন্ত্রাসী গ্রুপ কোলাগাঁও এলাকার শিল্প কারখানায় টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে সরাসরি জড়িত। মারামারি ও একের পর এক খুনের ঘটনায় এলাকার লোকজনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠেছে। তাছাড়া কোলাগাঁও ইউনিয়নে চাঁদাবাজি, জায়গা দখল-বেদখল, ইয়াবা ব্যবসা, চুরি, ছিনতাইসহ নানা অপকর্মের কারণে এলাকার লোকজন আতংকিত। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্হানীয়রা জানিয়েছেন, কোলাগাঁও ইউনিয়নে সবচেয়ে বেশি ইয়াবার রমরমা ব্যবসা চলছে। মাদক সেবনকারীরা প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লাইট ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে দান বাক্স ভেঙে টাকা লুটের ঘটনা ঘটছে। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন, ইউপি মেম্বারকে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আবদুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত