পটিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সাত গাড়িকে জরিমানা
পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কে অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি এবং দ্রুত গতিতে চালানোর অপরাধে সাত যানবাহনকে জরিমানা করা হয়েছে। অাজ মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান এই জরিমানা আদায় করেন। এসময় হাইড্রোলিক হর্ণ বন্ধসহ যাত্রীবাহী বাস বেপরোয়াভাবে চলাচল বন্ধ করতে চালকদের নির্দেশ দেন।
সূত্রে জানা যায়, দক্ষিণ চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম বান্দরবান এলাকার বিভিন্ন পরিবহন পটিয়া শহর হয়ে চলাচল করে থাকে। দীর্ঘদিন অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন গাড়ি, বেপরোয়া গাড়ি চলানোসহ নানা অভিযোগ রয়েছে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে সাত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর বিভিন্ন ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কে প্রতিদিন অতিরিক্ত ভাড়া আদায় ছাড়াও যাত্রীদেরকে নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে।অাজ সকালে স্হানীয় এক সাংবাদিক পটিয়া হতে চট্টগ্রাম যাওয়ার জন্য পটিয়ায় বাসে উঠলে বাস হেলপাররা বাড়া হাঁকান ৩০ টাকা তিনি অামাকে মোবাইল ফোনে অবগত করলে উক্ত বাসটি পরে নির্ধারিত ২০ টাকা ভাড়ায় যাত্রী নিয়ে শহরের দিকে রওনা দেন। তাছাড়া বেশির ভাগ গাড়িতে নেই ফিটনেস এবং বেপরোয়া গাড়ি চলাচলের কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে।
উল্লেখ্য, গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় পটিয়া উপজেলার আমজুর হাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুইজন নিহত হয়েছেন। অাজ মঙ্গলবার তাদের জানাযা সম্পন্ন হয়েছে।