শনিবার, আগস্ট ১৬, ২০২৫

পটিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

আপডেট:

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে অাজ শনিবার দুপুরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরন চৌধুরী, মাজেদা বেগম শিরু, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইন উদ্দিন মজুমদার, আবদুল খালেক চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, আবুল কাসেম, ফজলুল হক, নাজিম উদ্দিন পারভেজ, পুলক চৌধুরী, নজরুল ইসলাম বিপ্লব প্রমুখ।

এসময় হুইপ সামশুল হক চৌধুরী বলেন, খেলাধুলার মাধ্যমে আর্দশিক নাগরিক হওয়া যায়। তিনি অবক্ষয়মুক্ত দেশ ও সমাজ বির্নিমানে খেলাধুলায় মনোনিবেশ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, খেলাধুলা নিজের প্রতিভার যেমন বিকাশ ঘটায়, তেমনী অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্বির জন্য ও সহায়ক ভুমিকা রাখে। তিনি আরো বলেন, স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্টানের এ টুর্নামেন্ট থেকে জাতীয় মানের অসংখ্য খেলোয়াড় সৃষ্টি হবে। যারা দেশ ছাড়িয়ে বর্হিবিশ্বে ও বাংলাদেশের নেতৃত্ব দেবে। তিনি তাই অবসর সময় হেলায় না কাটিয়ে খেলাধুলায় অতিবাহিত করার আহবান জানান। উদ্বোধনী খেলায় পটিয়া পৌরসভাকে ট্রাইব্রেকারে ৪- ৩ গোলে পরাজিত করেন কচুয়াই ইউনিয়ন।

বিজ্ঞাপন

তবে পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ অভিযোগ করে বলেন, অাজকের খেলায় কচুয়াই নিয়মবহির্ভূত ভাবে বাইরের খেলোয়াড় এনে খেলানোর জন্য অামরা লিখিত অভিযোগ করব টুর্নামেন্ট কমিটির কাছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত