পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে নকল ওষধ জব্দ ও জরিমানা করা হয়েছে।
সূত্রে জানা যায়, পটিয়ায় কিছু অসাধু ব্যাবসায়ী মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন বিভিন্ন কোম্পানীর ওষুধের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে । পটিয়া পৌর সদর ও উপজেলার প্রত্যন্ত এলাকায় ও এদের বিস্তার ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানে বিশেষ অভিযান চালিয়ে পটিয়া পৌর সদরের পোস্ট অফিস এলাকায় চার দোকানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। অভিযান চলার সময় খবর পেয়ে আরো কিছু অসাধু ব্যাবসায়ী দোকান বন্ধও পালিয়ে যায়। যাদের জরিমানা গুনতে হয়েছে পোস্ট অফিস মোড় এলাকার সেন্ট্রাল ফার্মেসিকে ২০ হাজার টাকা, সোহা ফার্মেসি ৫০ হাজার টাকা, মেসার্স মোতালেব ফার্মেসিকে ১০ হাজার টাকা ও বাংলাদেশ ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে আরো জানা যায় , উপজেলায় সব দোকান গুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অনুমোদনহীন বিভিন্ন কোম্পানীর ওষুধের রমরমা ব্যবসা চলছে নিরবে । এছাড়া যৌন উত্তেজক নিষিদ্ধ ভায়াগ্রা ওষুধসহ ভারতের বিভিন্ন অবৈধ ওষুধ দীর্ঘদিন ধরে পটিয়ার বিভিন্ন ফার্মেসিতে প্রকাশ্যে বিক্রী করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান আজ এঅভিযান পরিচালনা করে। অভিযানের সময় সাথে ছিলেন চট্টগ্রামের ড্রাগ সুপার মো. ইমরান হোসেন ও পটিয়া থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ খালেদসহ পুলিশের একটি টিম। অভিযানের শুরুতে ফার্মেসির সামনে একজন করে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ মোতায়েনের কারণ অভিযানের খবর অগ্রিম পাওয়ার কারণে ফার্মেসি মালিকরা এতদিন দোকান বন্ধ করে পালিয়ে যায় ।
ভ্রাম্যমান আদালতের নির্ম্যাবাহী ম্যাজিষ্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনার সময় নিষিদ্ধ যৌন উত্তেজক ভায়াগ্রা ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অনুমোদনহীন বিভিন্ন কোম্পানীর ওষুধ পাওয়া গেছে । এসময় ৪টি দোকানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।