পটিয়া প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের শারদীয়া দূর্গা পূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে রেহায় দেওয়া হবে না। এবারের পূজায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পূজা চলাকালীন যাতে মহিলারা মন্ডপে যেতে কোন ধরনের বিঘ্ন সৃষ্টি না হয় সে জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি, আনসার ও গোয়েন্দা পুলিশ মাঠে থাকবে। মন্ডপে পুলিশ, র্যাব, আনসার ও পূজামন্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী ৪দিনব্যাপী দায়িত্ব পালন করবে।
শুক্রবার রাতে পটিয়া থানা প্রশাসনের উদ্যোগে পটিয়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন এ কথা বলেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পটিয়া থানার ওসি (তদন্ত) জাব্বারুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জিতেন কান্তি গুহ, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঋষি বিশ্বাস, সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্ত্তী, পটিয়া পৌরসভা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিত দে, সাধারণ সম্পাদক প্রণব দাশ, জন্মষ্টমী পরিষদের পটিয়ার সভাপতি মাষ্টার শ্যামল দে, হিন্দু বৌদ্ধ খৃষ্টার্ন ঐক্যবদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দে, ইউপি মেম্বার লাখী দে, ইউপি মেম্বার রেখা দাশ, সুমি দে, পূজা পরিষদ নেতা মাধব চন্দ্র নাথ, সনজিব চক্রবর্ত্তী টিংকু, স্বপন মিত্র, অরুন বিকাশ চৌধুরী, জুয়েল দাশ, যদুরঞ্জন দাশ, উত্তম শীল, উজ্জ্বল ভট্টচার্য্য, সুনিল দে, বিপ্লব দে টিংকু,উত্তম কুমার দে, পাভেল চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা পরিষদের নেতৃবৃন্দ বলেন, এবার হিন্দু সম্প্রদায়ের দূর্গা পূজা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে উদযাপিত হবে। পূজামন্ডপ এলাকায় মদ্যপায়ী ও ইভটিজারসহ যারা বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান। সম্ভব হলে প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামরার আওতায় আনা দরকার।