বিশেষ প্রতিবেদক,
আউলিয়া কেরামের পূন্যভুমি দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহি সাতগাছিয়া দরবার শরীফের কেন্দ্রীয় মাঠে ৯ই রবিউল আউয়াল ২৭-ই অক্টোবর রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় এক আজিমুশশান জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অনুুুষ্ঠিত হয়।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরতুল আল্লামা জনাবে মাওলানা শাহজাদা সৈয়দ আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ (সম্পদ) সুলতানপুরী (মা:জি:আ:)।সাজ্জাদানেশীন, সাতগাছিয়া দরবার শরীফ, হাইদগাঁও, পটিয়া, চট্টগ্রাম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বড়লিয়া সালামিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ মাওলানা হামিদ হাসান ফাহিম ফারুকী সাহেব।
এতে বক্তারা ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তাফা (দ.) ও ইসলাম ধর্মের প্রতি কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এতে দেশ বরেণ্য পীর -মাশায়েখ, ওলামায়ে কেরাম, বুদ্ধিজিবি, ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক, লেখক ও গবেষকগন উপস্থিত ছিলেন।
সাতগাছিয়া দারবার শরীফে হযরত আবুল খায়ের সুলতানপুরী (রাঃ) এসোসিয়েশন বাংলাদেশ,কেন্দ্রীয় পরিষদ ও বিভিন্ন শাখা পরিষদের ব্যবস্হাপনায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।