বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

পটিয়ায় দশদিন ব্যাপি শোহাদায়ে কারবালা মাহফিলের উদ্ধোধন

আপডেট:

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া উপজেলাধীন দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদরাসা ময়দানে মাহফিলে শোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত দশম বারের মত আয়োজিত ১০ দিন ব্যাপী মাহফিলে শোহাদায়ে কারবালার প্রথম দিবস অাজ ১লা সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।

মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ হাশেম ।
ছদরে মাহফিল হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মহাসচিব এম. এ মতিন ।

বিজ্ঞাপন

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোজাহেরুল ইসলাম, মাহফিলে বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন, ঢাকা নেছারিয়া আলিয়া কামিল মাদরাসার সুযোগ্য অধ্যক্ষ, ড. মুফতি মুহাম্মদ কফিল উদ্দীন সরকার সালেহী,
আলহাজ্ব মাওলানা আবুল হাসনাত আল কাদেরী, ক্বারী মুনতাছির রহমান সিরাজী।

মাহফিলে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে অশান্তির মূল কারণ হল মহান আল্লাহর আইন কে অমান্য করে মানব রচিত আইনকে প্রাধান্য দেওয়া। বিশ্বের রাষ্ট্র গুলোর মধ্যে যদি পবিত্র কোরআনের আইনকে প্রাধান্য দেওয়া হত মানুষের মধ্যে কোন বিভেদ থাকত না। হানাহানি, মারামারি, খুন, গুম, ধর্ষণের মত ঘটনা ঘটত না। একমাত্র কোরআনের আইন রাষ্ট্রে ও সমাজে বাস্তবায়ন করার মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব।

বিজ্ঞাপন

মাহফিল সঞ্চালনায় ছিলেন মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওমর ফারুক জব্বারী, আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আবু তালেব মঈনী, আবুল কাশেম বয়ানী, কাজী নেজামুল হক, মুহাম্মদ তছকির সওঃ, মুহাম্মদ নুরুল আমিন টিটু, মুহাম্মদ আব্দুল করিম প্রমুখ।

পরিশেষে দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন ড. মুফতি কফিল উদ্দীন সরকার সালেহী।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত