নিজস্ব প্রতিবেদক, পটিয়াঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পটিয়ার কৃর্তি সন্তান নেজাম উদ্দীন নিজাম যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াই কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইনজামুল হক চৌধুরী (জসিম) এর পক্ষ থেকে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। সোমবার বিকেল চারটায় কমলমুন্সির হাটস্থ ইউনিয়ন পরিষদ ভবন সম্মুখে এ সংবর্ধণার আয়োজন করা হয়।
সংবর্ধণা সভায় বক্তব্য রাখেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম, খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদক নাছির উদ্দীন, কচুয়াই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মন্নান, মহিলা নেত্রী ও কচুয়াই ইউপি সদস্য সেলিনা আক্তার, কচুয়াই ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজান চৌধুরী, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শাহনেওয়াজ খান, পটিয়া উপজেলা যুবলীগ নেতা এস এম ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা সাইফুদ্দীন খালেদ, কচুয়াই ইউনিয়ন যুবলীগ নেতা গোলাম কাদের,
খরনা ইউনিয়ন যু্বলীগের সাধারণ-সম্পাদক নুরুল আবছার, কচুয়াই ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মনির হোসেন, কচুয়াই আওয়ামীলীগ নেতা আবু বক্কর, মহিলা নেত্রী শেফালী ঘোষ, পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা রবিউল হাসান শাকিল, ওয়াহিদুল ইসলাম নয়ন, আবু সৈয়দ তাসিন,আবু তাহের আদনান, শহিদুল ইসলাম, , আলী আকবর নয়ন, মোহাম্মদ ফয়সাল , বিজয় ভট্রাচার্য্য, নিশান ভট্রাচার্য্য,অভিরুপ ভট্রাচার্য্য, সাকিব উদ্দীন, মোঃ জুয়েল,মনির,জামাল,বোরহান,মাসুদ,সাকিব প্রমুখ। এর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে।