সোমবার, আগস্ট ১৮, ২০২৫

পটিয়ায় ইয়াবা সহ কিশোর আটক

আপডেট:

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় ১০০০ পিচ ইয়াবা সহ এক কিশোরকে অাটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল পটিয়া সূত্রে জানা যায়, ঘোপন সংবাদের ভিত্তিতে অাজ সোমবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা হতে টেকনাফ থেকে এক কিশোর বেশ কিছু ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় পরিবহন পাল্টাতে পটিয়া বাসস্ট্যান্ডে নামে এসময় শাহরিয়ার বিন জুলফিকার (১৬) কে ১০০০ পিচ ইয়াবা সহ অাটক করতে সক্ষম হই। সে কক্সবাজার জেলার টেকনাফের উলুচামরী গ্রামের জুলফিকার রহমানের ছেলে।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম ‘খ’ সার্কেল পটিয়ার উপ-পরিদর্শক মনজুরুল হক জানান, অামরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন কিশোর টেকনাফ হতে বেশ কিছু ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে বাসে করে রওনা দিয়েছে সে পরিবহনের কৌশল পাল্টানোর জন্য পটিয়া বাস স্টেশনে নামবে যথা সময়ে অামরা সকাল পৌনে নয়টার দিকে তথ্য মোতাবেক ঐ কিশোরকে অাটক করে জিজ্ঞেসাবাদ করলেই সে স্বীকার করে তার শরীরের হাটুর নিচে টেপ দিয়ে মোড়ানো ১০০০ হাজার পিস ইয়াবা অাছে। সাথে সাথে অামরা ঘটনাস্থল হতে অাটক করি। তার বিরুদ্ধে মাদক অাইনে মামলা রজু করে পটিয়া থানার মাধ্যমে অাদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত