মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

পটিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরীর দায়ে জরিমানা

আপডেট:

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরীর দায়ে একটি রেস্টুরেন্ট ও একটি বেকারিকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা যায়, উপজেলার শান্তির হাটে অাজ সোমবার বিকালে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানমোবাইল কোর্ট পরিচালনা করে খাজা হোটেল এন্ড রেস্টুরেন্টকে লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরীর দায়ে ২৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় ফুলবন বেকারিকে তাদের উৎপাদিত পণ্যে মোড়ক না থাকার দায়ে ১০০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও পাবলিক প্লেসে ধুমপান ও প্রচারের দায়ে তিন জন কে অর্থদন্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি এসব দোকানের মালিকদেরকে খাবার পরিবেশন ও প্রস্তুুত করার ব্যাপারে ভবিষ্যৎতে কঠোর অাইনানুগ ব্যাবস্হা নিবেন বলে হুশিয়ারি করে দেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত