শনিবার, আগস্ট ১৬, ২০২৫

পটিয়ায় ছাত্রসেনার উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা এবং আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট:

পটিয়া প্রতিনিধি,
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের উত্তর-পশ্চিম শাখা উদ্যোগে কাজির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হিযবুত নববী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং ও চক্ষু চিকিৎসা সেবা এবং আলোচনা সভা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে হিযবুত নববী উপলক্ষে ইউনিয়নের হাজারো রোগী চক্ষু সেবা নেন এবং রক্তের গ্রুপ নির্ণয় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রসেনা হাইদগাঁও শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোলায়মান, উত্তর-পশ্চিম হাইদগাঁও আঞ্চলিক শাখার সভাপতি মো: জোহারুল হাসান (রাকিব), সহসভাপতি মো: তাহমিদুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো: শাহেদুল ইসলাম, প্রচার সম্পাদক মো: আরিফ হোসেন, সাহিত্য সম্পাদক মো: গোলাম সরওয়ার।

বিজ্ঞাপন

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলি, প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, সাংবাদিক আবদুর রহমান, সাংবাদিক আরিফুল ইসলাম, সাংবাদিক আরাফাত ইসলাম।

বিজ্ঞাপন

 

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাইদগাঁও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো: মাহতাব মিয়া (বিপ্লব), আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইদগাঁও কাজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: হাবিবুল আহসান – মাইনউদ্দীন। হাইদগাঁও ইউনিয়ন শাখার মো: আশিক উদ্দিন আশিক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাইদগাঁও শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোলায়মান, মো: সাইফুল ইসলাম, কুতুব শরীফ সমাজকল্যাণ সংস্থার মো: আলী, সায়েম কুতুব শরীফ মো: সিফাতুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন ছাত্রসেনা ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত