সোমবার, আগস্ট ১৮, ২০২৫

নোমানের সমর্থনে ঈদ উপহার বিতরণ করলেন তোতন

আপডেট:

শরিফ হায়দার শিবলু,
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনো ভাইরাসের ভয়াল ছোবলে অসহায় হয়ে পড়েছে গোটা বিশ্ব! মরণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে বাদ যায়নি বাংলাদেশের মানুষ।

ইতিমধ্যে মরণঘাতী এই ভাইরাস কেড়ে নিয়েছে প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষের প্রান।
আর সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৫ লক্ষের কাছাকাছি।

বিজ্ঞাপন

মরণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে গত (২৬ মার্চ) থেকে চলছে সরকারি সাধারণ ছুটির পাশাপাশি অঘোষিত লকডাউন।

আর এই সরকারি সাধারণ ছুটির কারনে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরী করা লোকজন।

বিজ্ঞাপন

দেশের এই দুর্যোগ মুহূর্তে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় হাইকমান্ডের নির্দেশনা পেয়ে সারাদেশে অসহায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন বিএনপির নেতাকর্মীরা।

আজ (২৪ মে) রবিবার চট্টগ্রাম ৯ নির্বাচনী এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল- নোমানের সমর্থনে ঈদ উপহার বিতরণ করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি এস,কে, খোদা তোতন।

নগরীর খুলশী থানাধীন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে অবস্থিত বিএনপির নেতা এস, কে খোদা তোতনের বাসভবনে অসহায় মানুষের মধ্যে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপির দলীয় হাইকমান্ডের নির্দেশনার পর থেকেই চট্টগ্রাম মহানগর বিএনপির ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অসহায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত