বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

নিষেধাজ্ঞার ৩৭৬ দিন পর মিরপুর স্টেডিয়ামে সাকিব আল হাসান

আপডেট:

খেলাধুলা ডেস্ক:
দীর্ঘ ৩৭৬ দিন পর মিরপুর স্টেডিয়ামে ফিরলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষে এই প্রথম শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পা রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার।

স্টেডিয়ামে প্রবেশ করে দেখা পেয়ে যান মুশফিকুর রহিমের। তার সঙ্গে ড্রেসিং রুমে বসে আড্ডায় মেতে উঠলেন সাকিব। পরে মুশফিককে নিয়ে মিরপুরের উইকেট দেখতে যান তিনি। এরপর মিরপুরের একাডেমি জিমে প্রায় আধঘন্টা সময় কাটান সাকিব।

বিজ্ঞাপন

কয়েকদিন পরেই মাঠে গড়াবে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। প্রথম বারের মতো হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবে মোট পাঁচটি দল। সেজন্য ১১৩ সদস্যের একটি ইউনিট ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্লেয়ার ড্রাফট হবে এই তালিকা থেকেই।

সেই তালিকার বড় নাম সাকিব তবে তার আগে খেলোয়াড়দের পাশ করে আসতে হবে ফিটনেস পরীক্ষায়। তবে আজই বিপ টেস্টে অংশ নিচ্ছেন না টাইগার পোস্টারবয়। ফিটনেসের পরীক্ষা দিবেন কাল।

বিজ্ঞাপন

২০১৯ সালের ২৯ অক্টোবর এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব। তিন দফা ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা আইসিসির দুর্নীতি দমন বিভাগকে অবহিত না করায় নিষিদ্ধ হন তিনি। সেই থেকে আর স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাননি তিনি।

গত মার্চে মহামারির শুরুতে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে গিয়েছিলেন। স্ত্রী-সন্তানের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফেরেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে দুই পুরোনো গুরু নাজমুল আবেদীন ও মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কাজ করেন এক মাস।

সাকিব প্রস্তুতি নিচ্ছিলেন শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ সামনে রেখে। শ্রীলঙ্কা সিরিজ না হওয়ায় সেপ্টেম্বরের শেষ দিকে আবার চলে যান যুক্তরাষ্ট্রে। অক্টোবর মাসটা সেখানে কাটিয়ে গত বৃহস্পতিবার দেশে ফেরেন।

©ইন্ডিপেন্ডেন্ট টিভি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত