নিষেধাজ্ঞার পর মিয়ানমার থেকে একদিনে ৩ হাজার গবাদিপশু আমদানি
টেকনাফ প্রতিনিধিঃ
নিষেধাজ্ঞা ও দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে ৭দিন বন্ধ থাকার পর ফের মায়ানমার থেকে আবারো গবাদিপশু আসা শুরু করেছে। শুক্রবার বঙ্গোপসাগর শান্ত হওয়ায় আবার মিয়ানমার থেকে পশু আমদানি শুরু হয়েছে। টেকনাফের শাহপরীর দ্বীপ দিয়ে এক দিনেই এসেছে ২ হাজার ৯৯৮টি গরু ও মহিষ।এর মধ্যে ভারি আবহাওয়ার কবলে পড়ে ট্রলারে থাকা ৩৩ গরুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে বলে জানিয়েছেন ।
সাগর উত্তাল ও বিপৎসংকেত বহাল থাকায় ৩ থেকে ৮ আগস্ট পর্যন্ত মিয়ানমার থেকে পশু আমদানি বন্ধ ছিল। এর আগে ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত মিয়ানমার থেকে ৫ হাজার ৪৯৬টি পশু আমদানি করা হয়েছিল। টেকনাফ শুল্ক বিভাগের কাস্টমস সুপার মো. ময়েজ উদ্দিন বলেন, ‘মিয়ানমার থেকে পশু আনার জন্য আমরা ব্যবসায়ীদের উৎসাহিত করছি। এত দিন সাগর উত্তাল থাকায় মিয়ানমার থেকে পশু আনা যায়নি। আজ শুক্রবার বিকেল পর্যন্ত বিপুল পরিমাণ পশুভর্তি ১৮টি কার্গো ট্রলার শাহপরীর দ্বীপ এসে পৌঁছেছে। এরই মধ্যে ১৪ লাখ ৯৯ হাজার টাকার রাজস্ব আদায় করা হয়েছে।