নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্বাস্থ্যবিধি,সামাজিক দূরত্ব বজায় না রেখে এবং লকডাউন কে তোয়াক্কা না করে নারায়নগঞ্জের ২৬ জন বাসিন্দা কাপ্তাই (রাঙামাঠি), র রেশম বাগান চেকপোস্ট দিয়ে প্রবেশের চেস্টা করলে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীনের নেতৃত্বে ট্রাকসহ ২৬ জন মানুষকে কাপ্তাই থেকে ফেরত দিয়েছেন ৫ মে মঙ্গলবার সকালে।
এ ব্যাপারে কাপ্তাই সার্কেল এডিশনাল এসপি জুনায়েত কাউছার ও কাপ্তাই থানার ওসি নাসিম উদ্দীন বলেন ট্রাকসহ ২৬ জনকে ফেরত পাঠিয়ে কাপ্তাই উপজেলাকে করোনা মুক্ত রাখতে পুলিশ দায়িত্ব- কর্তব্য পালনেে কর্মকান্ড জোরদার করেছে।
তারা আরো বলেন নারায়ণগঞ্জ ফতুল্লা বটতলা, সর্দার বাড়ি এলাকা হতে মেসার্স রমজান সাব ঠিকাদারের তত্বাবধায়ক মো সম্রাট মিয়া কে এন হাবরার কনসরটিয়াম লিমিটেডের তরফ থেকে ওইসব শ্রমজীবি ( অস্থায়ী) শ্রমিক নিয়ে কাপ্তাই পানি বিদ্যুত কেন্দ্র কে পি আই এলাকায় লক ডাউন আইন স্বাষ্হ্যবিধি না মেনে প্রজেক্টে প্রবেশের চেস্টা করছিল।