নাফনদী থেকে রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার ।
টেকনাফ প্রতিনিধিঃ
নাফনদী থেকে এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ২ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নাফনদী সীমান্তবর্তী এলাকা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থলবন্দরে লোকজন লাশটি পানিতে দেখতে পেয়ে টেকনাফ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে টেকনাফ থানায় নিয়ে যাই ।
পরে জানাযাই সে হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ২৬ নং অলি চাঁনের পুত্র মোঃ আব্দুল্লাহ(২৬)। তিনি নাফ নদীতে মাছ ধরতে যাওয়ার কথা বলে কয়েক দিন আগে ঘর থেকে বের হয়েছেন বলে জানান তার পরিবার ।
এদিকে লাশটির ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ ।