ফাহিম শাহরিয়ার, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়ায় সম্প্রতি বৃদ্ধি পেয়েছে ফসলি জমি নষ্ট করার ঘটনা। দুবৃর্ত্তরা রাতের আঁধারে একের পর এক ফসলি জমি নষ্ট করছে। ভরা ক্ষেত নষ্ট হওয়ায় পথে বসছে কৃষকেরা।
রাতের আঁধারে লোকচক্ষুর আড়ালে এমন জঘন্যতম কাজটি করছে দুর্বৃত্তরা। এ কারণে ক্ষতিগ্রস্তরা নির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে অভিযোগও দায়ের করতে পারছেন না।
ফলে এমন কাজ করেও মনুষ্যত্বহীন দুর্বৃত্তরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। এদিকে প্রায়ই ক্ষেত নষ্টের ঘটনা ঘটায় সবজি ক্ষেতের মালিকেরা রয়েছেন অচেনা আতঙ্কে। প্রশাসনের মতে- ব্যক্তিগত, সামাজিক ও গোষ্ঠীগত বিরোধের জেরে এমনটি হয়ে থাকে।
সম্প্রতি শনিবার দিবাগত রাতে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাজারহাট এলাকায় রাতের অন্ধকারে স্থানীয় কৃষক উকিল আহমেদ প্রকাশ তুফানের সুসজ্জিত ২ বিঘা সবজি ক্ষেতের বেগুন, করলা, লাউ গাছসহ সম্পূর্ণ ফসলি ক্ষেত কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
দক্ষিণ রাজানগর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক উকিল আহমেদ জানান, মাঠের ২ বিঘা জমির সবজি ক্ষেতই আমার একমাত্র সম্বল। প্রায় ৫ লাখ টাকা পুঁজি দিয়ে সারা বছর ওই জমিটাতে বেগুন লাগিয়ে প্রতিনিয়ত পরিশ্রম করি। ক্ষেতের বেগুন গাছগুলোতে বেগুন ধরা শুরু হয়েছিল। কিন্তু আমার বেগুন ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। না দেখে অনুমান নির্ভর হয়ে কাউকে দোষারোপও করতে পারছিনা। ক্ষেত নষ্ট হওয়ার ফলে আমি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছি। যে ক্ষতি কাটিয়ে উঠতে আমার বেশ সময় পার করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা লোকন বিশ্বাস বলেন, বেগুন ক্ষেত ও অন্যান্য ফসল গাছ কেটে ফেলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এমন ঘটনায় ভুক্তভোগী কৃষক মামলা করতে পারেন। তিনি সহায়তার চাইলে আমরা তাকে সার্বিক সহযোগিতা করবো।