মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

দেশে আরো ৩৫ জনের প্রাণহানি, শনাক্ত ২৪২৩ জন

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮১১ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৮২৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

নাসিমা সুলতানা ৫০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৮৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ৭২ হাজার ৩৬৫টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৮২৮ জন। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩০ জনের। এদের ২৩ জন পুরুষ এবং সাতজন নারী। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যু ১৭, বাড়িতে ১৩ জন।

বিজ্ঞাপন

বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ডা. নাসিমা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত