কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় দেবিদ্বারে পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসানের শ্যালক মিনহাজুল আরেফিন স্নিগ্ধ (১৮)। শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলা পরিষদ পুকুরে এ ঘটনা ঘটে।
স্নিগ্ধ দিনাজপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। সে রংপুর জেলার বদরগঞ্জের প্রামানিক পাড়ার মো. হারুনুর রশীদের ছেলে। সে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের স্ত্রীর মিশকাত আফরিনের আপন চাচাতো ভাই।
ইউএনও রাকিব হাসান জানান, গত ২৩ জুন আমার ছেলের দ্বিতীয় জন্মবার্ষিকীর অনুষ্ঠান ছিলো। এ উপলক্ষে আমার স্ত্রীর চাচাতো ভাই মিনহাজুল আরেফিনসহ আরও বেশ কিছু আত্মীয় স্বজন বেড়াতে আসেন। শুক্রবার দুপুর দেড়টায় আমার স্ত্রীর আপন ভাই রুদ্র ও তার চাচাতো ভাই স্নিগ্ধ গোসল করতে পুকুরে নামে।
এ সময় তারা সাঁতার নিয়ে প্রতিযোগিতা করে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে যায়। কিন্তু পরে ফিরে আসার সময় হঠাৎ করে স্নিগ্ধ পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবা আলম তাকে মৃত ঘোষণা করেন। ওই চিকিৎসক জানান, সাঁতার কাটতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিগ্ধ মারা গেছেন।
দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, আমরা লাশের সুরতহাল রির্পোট তৈরী করেছি। তবে মৃত্যু নিয়ে কোন সন্দেহ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি।
এদিকে বাদ আছর উপজেলা পরিষদ মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জের প্রামানিক পাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। পরে গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।