ইসমাঈল হোসেনঃ
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীনের উদ্যোগে গত ৪ মে থেকে অসহায়, দুস্থ পথচারী ও মানসিক ভারসাম্যহীনদের মাঝে ১০ দিনের জন্য ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়। যা বৃহস্পতিবার (১৩ মে) পবিত্র মাহে রমাজান মাসের শেষ দিনে কাপ্তইয়ের শিলছড়ি, নতুন বাজার সহ বিভিন্ন স্থানে অসহায়দের মাঝে ইফতার বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সমাপ্তি হয়েছে। এই ১০ দিনে তিনি কাপ্তাই থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে অসহায়দের হাতে ইফতারের প্যাকেট তুলে দিয়েছেন। সেই সাথে অনেক অসহায়দের তিনি নগদ অর্থ সহায়তাও করেছন। এদিকে এ কার্যক্রমে থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহযোগীতা করেন।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান, মাহে রমজানের এই পবিত্র মাসের শেষ ১০ দিন কাপ্তাইয়ের বিভিন্ন জায়গায় অসহায়, দুস্থ পথচারীদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে সামান্য সহযোগীতা করতে পেরে খুব আনন্দ লাগছে।
তিনি বলেন এই দুস্থ পথচারী, অসহায়, মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিগুলো সহযোগীতা পেয়ে তাদের চোখে মুখে হাসি ফুটেছে যা দেখে যা সত্যি অনেক ভালো লাগছে। সেইসাথে তিনি সমাজের বিত্তবান মানুষদের এই সুবিধাবঞ্চিত মানুষ গুলোর পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।
সবশেষে এই মানবিক পুলিশ অফিসার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতি,ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেছেন।