সন্দ্বীপ প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সন্দ্বীপ উপজেলা শারদান্জলী ফোরামের ৫ দিন ব্যাপী বর্নাঢ্য কর্মসূচী শুরু করেছে আজ। সকাল ১০ ঘটিকায় এনাম নাহার মোড় হতে শারদীয় শুভেচ্ছা বিনিময় শেষে সংগঠনের সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন উপস্থিত সারথীদের মাঝে ৫ দিনের কর্মসূচী ঘোষনা করেন।এরপর মঙ্গল শোভাযাত্রা এনাম নাহার থেকে বিরেশ্বরী কালী মন্দিরে পৌঁছে বরনডালা দিয়ে মাকে বরং করে নেন।
পরবর্তীতে বিভিন্ন ইউনিয়নের দুস্থ শিশুদের মাঝে বস্ত্র বিতরন করে আজকের কর্মসূচী শেষ হয় ।আগামীকাল ঢোল করতাল,শঙ্খধ্বনী, জুরি কাসা,পোষ্টার, ফেষ্টুন,শারদান্জলীর পতাকা সমেত বিশাল হোন্ডা মহড়া সন্দ্বীপের প্রত্যেকটি মন্দির পরিদর্শন করে স্বাত্বিক ভাবে পূজা উদযাপনের জন্য আহ্বান জানাবে।তারজন্য অশ্লীল নিত্য পরিবেশন,ডিজেগান,মদ্যপান, অত্যাধীক আলোসজ্জা ইত্যাদি থেকে বিরত থেকে ধর্মীয় ভাবগাম্ভীয্যের মধ্য দিয়ে পূজা উদযাপনের জন্য সকলকে সচেতন করবে। এবং জগৎ জননী মাকে মাতৃরুপে উপস্থাপন করে পুঁজার মাধ্যমে অন্জলী গ্রহন, রাত্রে পুঁজায় ভীর না করে পুজোর সময় উপস্থিত থাকার অনুরোধ ও আর্থিক অপচয় রোধ করে সে টাকা গরীব ও অসহায়দের মাঝে বিতরন করার অনুরোধ জানানো হবে বলে জানান নেতৃবৃন্দ। আজকের অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন, সহ-সভাপতি পুস্পেন্দু মজুমদার, আহব্বায়ক বিদ্যুৎ দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ দুলাল, ডাঃ মৃদুল, কিশোর সাহা ও সারথী সাজু মজুমদার, শিমুল সুত্রধর, মিঠু মজুমদার, সৌরভ গাঙ্গুলী সহ মাতৃশক্তি ইউনিটের সদস্যবৃন্দ।