নিজস্ব সংবাদদাতা,
দীর্ঘ ২৬বছর পর রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালী গণহত্যার বিচার দাবী করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জনাব কাজী মোঃ মজিবর রহমান।
অদ্য (০৯সেপ্ট২০২২) রোজ শুক্রবার সকাল ১১ঃ৩০ টায় লংগদু উপজেলার পাবলিক লাইব্রেরির হলরুমে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাহাদাত ফরাজী সাকিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, পাকুয়াখালীতে সন্তু লারমার নির্দেশিত সন্ত্রাসীরা সেদিন বাঙালি কাঠুরিয়াদের চিঠি দিয়ে দাওয়াতের মাধ্যমে ৩৮জন কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যা করে সেই সাথে কারো চোখ উপড়ে ফেলে,কারো হাত কেটে ফেলে, কারো মুখ থেঁতলে দেয়, কারো যৌনাঙ্গ কেটে ফেলা হয় আজ পর্যন্ত এই হত্যাকান্ডের কোন খুনিকে বিচারের আওতায় হয় নাই এটা পার্বত্য চট্টগ্রামবাসীর জন্য বড়ই লজ্জার।
আমরা অন্তত একবছরের মধ্য আমরা আপনাদের জন্য সন্তোজনক কিছু করা হবে, ইনশাআল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় মহা সচিব মোঃ আলমগীর কবির সহ জেলা কমিটি এবং ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।