মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

“দীপ্ত শিখা” সংগঠনের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী উপহার

আপডেট:

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ের সমাজিক ও অরাজনৈতিক সংগঠন “দীপ্ত শিখা” সংগঠনের উদ্যোগে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং করোনার মহামারীর প্রাক্কালে কিছু মানুষের নিকট কয়েকদিনের খাবার পোঁছে দেয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনটি। সংগঠনের সদস্যদের নিজ অর্থায়নে শনিবার (৯ মে) উপজেলার গরীব ও অসহায় মোট ৪০ পরিবারের মাঝে ইফতারের উপকরণ ও খাদ্যসামগ্রী পৌঁছে দে।

বিজ্ঞাপন

তাদের উপহারের মাঝে ছিলো:
চাল-২কেজি
আলু-২কেজি
পেঁয়াজ -১কেজি
চিনি-১কেজি
তেল-১লিটার
সেমাই -১প্যাকেট

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত