নাজমুল হাসান, সীতাকুন্ড প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে দিশারী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিকুর ইসলাম মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া কক্সবাজার উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিশারী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ ইমাম হোসেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নানা ধরনের খেলাধুলায় অংশ নিয়ে প্রতিযোগীরা নিজেদের দক্ষতা প্রদর্শন করে। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোঃ শফিকুর ইসলাম মাস্টার। তিনি বলেন,
“শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়া শুধু বিনোদনই নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিশারী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ প্রশংসনীয়।”
বিশেষ অতিথি মোঃ জাকির হোসেন বলেন,
“আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তারা সুস্থ দেহ ও মন গঠনের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।”
প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যের পর দিশারী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ ইমাম হোসেন বলেন,
“আমাদের মাতৃভাষার জন্য যে আত্মত্যাগ করা হয়েছে, সেই ইতিহাস নতুন প্রজন্মের জানা জরুরি। তাই আমরা শুধু শহীদদের স্মরণ করব না, বরং আমাদের দায়িত্ব হবে নতুন প্রজন্মকে ভাষার প্রতি সম্মানবোধ শেখানো ও ক্রীড়ার মাধ্যমে শৃঙ্খলাবোধ গড়ে তোলা।”
ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, নৃত্য ও কবিতা আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা দিশারী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয় এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি সবাই ক্রীড়া ও শিক্ষার সমন্বিত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এমন আয়োজনে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা যেমন অনুপ্রাণিত হয়েছে, তেমনি মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়েও তারা নতুনভাবে সচেতন হয়েছে। দিশারী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও শিক্ষামূলক ও ক্রীড়া সংক্রান্ত নানা কার্যক্রম পরিচালনার আশ্বাস দেওয়া হয়।