বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

দিল্লির সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনকারীদের উপর উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সমর্থকদের সাম্প্রতিক হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে আজ ২ মার্চ সোমবার পটিয়া থানার মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদ।

প্রতিবাদী সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সাধারণ সম্পাদক অনুপ চক্রবর্তী অভি সঞ্চালনায় একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলার ছাত্রনেতা রাজ চৌধুরী,রায়হান তাজহীদ,ভবতোষ ভট্টাচার্য, ইয়াছিন অারাফাত,নয়ন দাশ জনি,ফয়সাল জোয়ার্দার ও সাইফুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে দিল্লিতে সংগঠিত সাম্প্রদায়িক হত্যাকান্ডকে গণহত্যা আখ্যা দিয়ে সাম্প্রদায়িক বিজেপি তথা মোদী সরকারকে এর জন্যে দাবী করেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রনেতা রুপন দাশ তাঁর সমাপনী বক্তব্যে বলেন, বাংলাদেশের ক্ষমতাসীন সরকার তাঁর নতজানু পররাষ্ট্রনীতির কারণে আসন্ন মুজিববর্ষের অনুষ্ঠানে খুনী সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি করতে চলেছে। কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের সাথে নিয়ে এই বাংলায় গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখে দেবে।এতে প্রত্যেক ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার অাহবান জানানো হয়।সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বার্তা প্রেরক
সুবর্নদীপ্ত দাশ
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,
চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত