শনিবার, আগস্ট ১৬, ২০২৫

দিল্লির মসজিদে হামলা ও নির্যাতনের প্রতিবাদে চুন্নাপাড়া ইসলাম প্রচার সংস্থার মানববন্ধন সম্পন্ন

আপডেট:

মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নস্থ চুন্নাপাড়া ইসলাম প্রচার উদ্যোগে ভারত, চীন, মায়ানমার সহ সারা বিশ্বে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৩) ফেব্রুয়ারি জুমার নামাজের পরে চুন্নাপাড়া দোকানের মোড়ে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়।

বিজ্ঞাপন

চীন-বার্মাসহ সমগ্র বিশ্বব্যাপী চলমান সাম্প্রতিক মুসলিম নির্যাতন,গুম,খুন এবং মসজিদে আগূন দেওয়া-মিনারে পতাকা উত্তলনের প্রতিবাদ করা হয়।

এতে বক্তব্য রাখেন মাও:বশিরুল হুদা,মাও ইছমাইল, মাও আশরাফ আলী,এম হারুন ইবনে গনী,ইসলাম প্রচার সংস্থার অর্থ সম্পাদক হাফেজ আবদুল হাই,সহ অর্থ সম্পাদক মাও:এনামুল হাসান তারেক,সহ সেক্রেটারী মাও ফারুক,চুন্না পাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক চুন্নাপাড়া ইসলাম প্রচার সংস্থার সহ সভাপতি মাওঃ আবদুল আজিজ সভাপতি মাও এম. এ. এয়াকুব আবদুল্লাহ ইসলামাবাদী।

বিজ্ঞাপন

আরো অনেকে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য মাও ইছহাক,মাও আবদুল লতিফ,মাও আবুল কাসেম,মাও আবদুর রহিম।

মাও বশিরুল হুদা বলেন, এক সময় মুসলমানরা সম্মান এবং শাসনের আসনে আসিন ছিলেন কিন্তু আজ মুসলমানরা তাদের সেই সম্মান হারিয়ে অসম্মানের হীনপাত্রে পরিনত হয়েছে। আর অমুসলিমদের এ কি সাহস তারা দিন-দুপুরে মুসলিমদের নির্যাতন করে যাচ্ছে যা দেখার মত কেউ নেই। আমরা আজ তাদের নিন্দা জানাচ্ছি।

বক্তারা আরো বলেন ভারত সরকারের মনে রাখা উচিৎ, তারা আজ স্বাধীনভাবে দেশ চালাচ্ছে,দেশের সরকার বাহাদুর হয়েছে,এটা কাদের অবদান এটা অবশ্যয় মুসলমানদের অবদান ও ভূমিকা।এ মুসলিম নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না,এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে।

চলমান ভারতের মুসলমানদের উপর এ বর্বর নির্যাতন বন্ধ করতে হবে,না হয় আল্লাহ পাকের কুদরতি গজব আসবে। এ গজব থেকে কিন্তু ভারত রক্ষা পাবেনা।আমরা মুসলমানরা আজ দলে দলে বিভক্ত হয়ে গেছি,তাই আমরা মুসলমানদের শক্তি দুর্বল হয়ে পড়ছে।আমরা যদি ঐক্য এবং একতার বলে বলিয়ান হতে পারি,তাহলে এ কুফুরী শক্তি আমাদের কিছুই করতে পারবে না।আজ থেকে তিন বছর আগে ও আমাদের পার্শবর্তী রাষ্ট্র মায়ানমারে মুসলিম নিধন চলেছে,আমরা মানববন্ধন করেছি।নিন্দা জানিয়েছি,এবং প্রতিবাদ করেছি।আজ থেকে ১৯বছর আগে আমেরিকা আফগানিস্তানে অন্যায়ভাবে আক্রমণ করেছে,হামলা করেছে।কিন্তু আজ সেই আমেরিকা আফগানের মাটি থেকে পালাতে বাধ্য হয়েছে।শেষে মুসলমানদের বিজয় হয়েছে।আমেরিকার পরাজয় হয়েছে।আমাদের রাসূল (সঃ) ভবিষ্যত বাণী করেছেন,কিয়ামতের পৃর্বমুহুর্তে গাজওয়ায়ে হিন্দ হবে।

এ গজওয়ায়ে হিন্দে মুসলমানদেরই বিজয় হবে, এ গজওয়ায়ে হিন্দে শরীক হওয়ার জন্যে আমরা বাংলার আটার কোটি মুসলিম জনতা তৈরী আছি থাকব,ইনশা’আল্লাহ। আজ আমরা সকলেই এখানে কি জন্যে জমায়েত হয়েছি কি জন্যেই মানববন্ধন করছি কি জন্যেই রাজপথে অবস্থান করছি?আমরা অবশ্যই জানি।আমাদের পার্শবর্তী রাষ্ট্র ভারতে আমাদের মুসলিম ভাই-বোনেরা,মা-বাবারা সূখে নেই দূ:খেই আছে।বর্বর হিন্দুরা অসহায় মুসলিমদের ঘরছাড়া করছে,মা-বোনদের ইজ্জত নষ্ট করছে,মসজিদে আগূন দিচ্ছে,মুসলিমদের জান-মাল এবং স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলছে আর সম্পদ টাকা-পয়সা লুট করছে।আমরা আজ এ মানববন্ধন কর্মসূচী থেকে উদাত্ব কন্ঠে বলব।কেন এগূলো হচ্ছে এ ব্যাপারে বিশ্ব মুসলিম নেতাদের এগিয়ে আসার আহবান জানান তারা।

মুসলামান কখনো সন্ত্রাস,অসভ্য,উগ্র এবং বর্বর হতে পারেনা। মুসলমান সভ্য,শান্ত,নম্রএবং ভদ্র হয়। এ মুসলমানরা ভারত উপমহাদেশকে প্রায় সাতশত বছর কাল শাসন করেছে,নেত্রিত্ব দিয়েছে,রাষ্ট ক্ষমতায় থেকেছে।কিন্তু তারা মন্দিরে আগুন দিয়েছে,অন্যায়ভাবে ঘর-বাড়ী জালিয়েছে,এমন কোনো ইতিহাসে নজীর পাওয়া যাবেনা।

তাই ভারতের হিন্দুদের বলব, আপনারা আমাদের মুসলিমদের নিয়ে আর ছিনিমিনি খেলবেন না,অনেক খেলেছেন,এবার বন্ধ করুন।

পরিশেষে চুন্নাপাড়া এলাকার সকল আকাবীর -মুরুব্বীদের ঈছালে ছাওয়াবের উদ্দ্যেশ্যে সূরা ফাতিহা,সূরা ইখলাছ পাঠ করে মুনাজাতের মাধ্যমে বিশ্বব্যাপী নির্যাতিত মুসলিমদের জন্যে, আমাদের দেশের,মুসলমানদের সকলের জন্যে দোয়া করে মানববন্ধন কর্মসূচী সমাপ্ত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত