স্টাফ রির্পোটার:
প্রায় দীর্ঘ তিন বছর অতিবাহিত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে অশ্রুশিক্ত নয়নে জ্বলে বিদায় নিলেন রাঙামাটি জেলার পুলিশ সুপার আলমগীর কবির(পিপিএম সেবা)।
আজ শুক্রবার সকালে বিদায়ী পুলিশ সুপার আলমগীর কবির থেকে দায়িত্বভার সব কিছু গ্রহন করেন নবাগত পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।এর পর বিদায়ী ও নবাগত পুলিশ সুপার একে অপরকে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় পুলিশ সদস্যরা বিদায়ী পুলিশ সুপারকে ফুল দ্বারা বিভিন্ন সজ্জিত গাড়ি টেনে বিদায়ী সংবর্ধনা জানান এবং নবাগত পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা সহ নানান আয়োজনে বরন করে নেন জেলার দায়িত্বরত সকল পুলিশ সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ মাঈন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (এএসএফ) রনজিত কুমার পালিত, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল চৌধুরী প্রমূখ ।
তার বিদায়ীকালে জেলা পুলিশের একটি চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করতে দেখা যায়।
উল্লেখ্য,অপরাধ দমনের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি র ক্ষা রুপের রানী হিসেবে রাঙামাটির রুপের লাবন্য বৃদ্ধির লক্ষে পলওয়েল পার্ক স্থাপন করে নতুন বৈচিত্র যোগ করেছে বিদায়ী পুলিশ সুপার আলমগীর কবির মহোদয়। তিনি রাংগামাটি জেলায় দীর্ঘদিন ধরে সততা সাথে বিভিন্ন দাপ্তরিক কার্য্যক্রম করতে পেরে সন্তোসজনক এবং নিজেকে অানন্দ উপভোগ খুশি অনুভুতি হয়েছে বলে জানিয়েছেন।