বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

দাপুটে জয়ে আসর শুরু চট্টগ্রামের!

আপডেট:

তাহমিদ লিয়াম,
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বেক্সিমকো ঢাকাকে রীতিমত উড়িয়ে দিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিথুন। প্রথমে ব্যাট করে রাজধানীর দলটি মোসাদ্দেক হোসাইন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানদের বোলিং তোপে ১৬.২ ওভারেই মাত্র ৮৮ রানে অলআউট হয়ে যায়৷ সর্বোচ্চ ৪০ রান আসে ওপেনার নাঈম শেখের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আকবর আলীর।

বিজ্ঞাপন

চট্টগ্রামের পক্ষে মোসাদ্দেক, মুস্তাফিজুর, শরিফুল ও তাইজুল প্রত্যেকেই নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে সৌম্য-লিটনের ব্যাটিং তান্ডবে একেবারে উড়েই যায় ঢাকা। ৩৪ রানে লিটন আউট হলেও ৪৪ রানের অপরাজিত থেকে ৯ উইকেটের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন সৌম্য সরকার। ১০.৫ বলেই লক্ষ্যে পৌঁছে যায় চট্টলার দলটি। ঢাকার হয়ে একমাত্র উইকেটটি নেন স্পিনার নাসুম আহমেদ। মাত্র ৯ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন মোসাদ্দেক।

বিজ্ঞাপন

নিজেদের প্রথম ম্যাচেই জয় চট্টগ্রামের। অন্যদিকে এখন পর্যন্ত খোলা দুটি ম্যাচেই হেরেছে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা।

আগামী ৩০ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত