রবিবার, আগস্ট ১৭, ২০২৫

দখলদারদের পেটে বোয়ালখালীর রেলের জমি!

আপডেট:

সাফায়েত মোরশেদ – নিজস্ব প্রতিবেদক:

দখলদারদের দখল থেকে রেহাই পাচ্ছেনা চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী রেল স্টেশন সংলগ্ন রেলের বিশাল জায়গা। জানা যায়, গত ৭ দিন ধরে বালু ফেলে ভরাট করা হচ্ছে এসব জায়গা। ঈদে মিলাদুন্নবী সহ কয়েকদিনের টানা বন্ধে আরো জোরগতিতে চলছে ভরাট কাজ। রেল ও স্থানীয়দের সূত্রমতে জানা যায়, রেলের প্রায় ৫২ শতক জমি ভরাট করে দোকান ও মার্কেট নির্মানের পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। তবে আশ্চর্যের বিষয় এটি, প্রশাসনের নাকের ডগায় বসে এসব দখলদারিত্ব চললেও এখনো নিশ্চুপ রেল কর্মকর্তারা

বিজ্ঞাপন

স্থানীয় ব্যাবসায়ীদের সূত্রমতে জানা যায়, চট্টগ্রাম-দোহাজারীর লেনের গোমদণ্ডী রেল স্টেশনের পাশেই বালু দিয়ে ভরাট করা হয়েছে বিশাল এলাকা। ভরাটের পর তাতে নির্মাণ করা হবে মার্কেট ও প্রায় দুই শতাধিক দোকান।

এসময় তারা আরও জানান, প্রতিদিন রাতের আঁধারে ট্রাকে ট্রাকে বালু ফেলে ভরাট করা হচ্ছে। তবে দিনের বেলায়ও থেমে থাকছেনা এসব বালু ফেলা ও ভরাট কাজ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত