প্রতিবেদক,
রাকিবুল হক হেলালী
স্পেশাল কোরেসপোন্ডেন্ট, চট্টগ্রাম ট্রিবিউন।
দক্ষিণ চট্টগ্রামের সাড়া জাগানো সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প প্রতিধ্বনি বৃত্তি পরীক্ষা-২৪ অনুষ্ঠিত।
প্রতিধ্বনি সাহিত্য সাংস্কৃতিক সংসদ-চট্টগ্রামের উদ্যোগে ‘প্রতিধ্বনি বৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার ০৫টি কেন্দ্রে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুলের ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর সর্বমোট ০২ হাজার ৪৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিধ্বনি বৃত্তি প্রকল্পের প্রসংশা করেন। অভিভাবকরা বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরনের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।”
বাংলা, ইংরেজি, গণিত ও মানসিক দক্ষতা বিষয়ে ৮০ নম্বরের এমসিকিউ এবং ২০ নম্বরের লিখিত পদ্ধতিতে সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তির ফলাফল আগামী ১৫ ডিসেম্বর দিকে প্রকাশিত হবে বলে জানিয়েছে আয়োজকরা।
শিক্ষার্থীরা বলেন, প্রতিধ্বনি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। প্রশ্ন কিছুটা কঠিন ছিল, তারপরও অনেক ভালো হয়েছে। প্রতিধ্বনি যেন প্রতিবছর ধারাবাহিকভাবে এরকম আয়োজন চালু রাখে আমরা সে প্রত্যাশা রাখি।
বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন প্রতিধ্বনি সাহিত্য সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান আসিফুল্লাহ মুহাম্মদ আরমান, সাবেক চেয়ারম্যান তারেক হোসাইন, হারুনুর রশিদ ও ভাইস চেয়ারম্যান ডি.এম. আসহাব উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আবু সুফিয়ান, এ.বি.এম শহীদুল্লাহ, মুহাম্মদ হারুনুর রশিদ এবং আশশেফা হাসপাতালের এমডি জনাব ডা. নুরুল হক সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য প্রতিধ্বনি বৃত্তি প্রকল্পে বৃত্তি প্রাপ্তদের মাঝে সর্বমোট ০৫ লক্ষ টাকা ট্যালেন্টপুল, A ও B গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।