বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

তিন পার্বত্য চট্টগ্রাম বাসীকে ঈদুল ফিতরের মৈত্রিময় শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী: চাইথোয়াইমং মারমা

আপডেট:

রাংগামাটি প্রতিনিধি:
প্রাকৃতিক সৌন্দর্যময় সবুজ পাহাড় পর্বত ঘেরা পার্বত্য চট্টগ্রাম বাসীকে পবিত্র মাহে রমজানের ঈদুল ফিতরের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মৈত্রিময় শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও মানবাধিকর কর্মী চাইথোয়াইমং মারমা। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার মহান সৃষ্টি কর্তা আমাদের যুগে যুগে প্রতি বছর ঘুরে আবারো মানবতার সুমহান আল্লাহ রাসুল (সঃ) আদর্শ নিয়ে মুসলমানদের দরবারে হাজির হচ্ছে পবিত্র মাহে রমজান মাস এ রমজানের শিক্ষা নিয়ে জাতীয় জীবনে সকল মানুষের শান্তি, সমপ্রীতি, ত্যাগ, তিতিক্ষা ও সংযমের তাকাওয়া অর্জনের বার্তা নিয়ে প্রতি বছর বিশ্ববাসীর কাছে হাজির হয় পবিত্র কুরআন ঘোষিত শ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমজান। কিন্তু এবারের রমজান মাসে বাংলাদেশ সহ বিশ্ববাসীর কাছে ব্যতিক্রম, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস (কোভিড ১৯) এর সংক্রমণ থেকে বাঁচতে বেশিরভাগ দেশেই চলছে লকডাউন। আর তাই মুসলমানরা বাসায় অবস্থান করে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এবারের রমজানের রোজা পালন করেছেন ।

চাইথোয়াইমং মারমা আরো বলেন, ঈদ মানে আনন্দ ও খুশি। প্রতিটি মুসলিম পরিবারে ঈদ অানন্দের ছড়িয়ে যাক, এবং ঘরে ঘরে অানন্দের খুশি ভরা মেতে উঠুক এটা সকলে চাই। পবিত্র ঈদুল ফিতর প্রতি বছর বিশ্বব্যাপীসহ আমাদের জন্য নিয়ে আসে আনন্দের নতুন বার্তা। ঈদ আমাদের সবার মাঝে জাতীয় উৎসব পালন করি। তাই আমাদের জাতীয় জীবনে বিদ্যমান অশান্তি দূর করায় আমরা নিতে পারি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ। যদি তা সম্ভব হয়, তবে এই জাতীয় উৎসব আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রে আনন্দ বয়ে আনবে, আর সেটাই সবার প্রত্যাশা। যাতে জীবনঘনিষ্ঠ এই উৎসবে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সব শ্রেণীর মানুষ। ধনী-গরিবের সব ব্যবধান ভুলে সবাই যেন ঈদের আনন্দে শরিক হতে পারে।ঈদের আনন্দ হোক সবার মাঝে জীবনের উৎস। আসন্ন ঈদকে সামনে রেখে এটাই আমাদের প্রত্যাশা। তিনি এ মহামারী করোনাভাইরাস সংকট মোকাবেলায় সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন নিরাপদ থাকুন। সামাজিক দুর ত্ব বজায় রাখুন কোভিড-১৯ রোগের নিজে সচেতন হোন অন্যকে সচেতনে উৎসাহিত গড়ে তোলুন। করোনা ভাইরাস প্রতিরোধে সকলে এগিয়ে আসুন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত