শনিবার, আগস্ট ১৬, ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে ডিআইজি

আপডেট:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে ডিআইজি

সাব-কন্ট্রোল রুমে ডিআইজি’কে স্বাগত জানান পুলিশ কর্মকর্তারা
সাব-কন্ট্রোল রুমে ডিআইজি’কে স্বাগত জানান পুলিশ কর্মকর্তারা
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। শনিবার (১ জুন) বিকালে তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্টকামুড়ী চরপাড়া বাইপাস এলাকায় পুলিশ সাব-কন্ট্রোল রুমে আসেন। পরে তিনি সড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এ সময় ডিআইজি সাংবাদিকদের বলেন, ‘মহাসড়কে সিএনজি অটোরিকশার মতো ধীরগতিসম্পন্ন তিন চাকার ছোট যানবাহনগুলো ঢুকে পড়ায় অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। এই বিষয়টিতে গুরুত্বসহকারে লক্ষ রাখা হবে।’ এছাড়াও চালকদের নিয়ন্ত্রিত গতিসীমার মধ্যে থেকে গাড়ি চালানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানান তিনি।

এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, গাজীপুরের পুলিশ সুপার বেগম শামসুন্নাহারসহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত