রাজীব চৌধুরী,
ডবলমুরিং থানা বিএনপির পক্ষ থেকে ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে ইফতার সামগ্রী প্রদান করা হই।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল ডবলমুরিং থানা বিএনপি সভাপতি মোঃসেকান্দর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,ও ডবল্মুরিং থানা বিএনপির সহ সভাপতি আজিজুর রহমান,মোঃ সাগির,নাদের মিয়া।এতে সার্বিক সহযোগিতায় ছিলেন ডবল্মুরিং থানা বিএনপি নেতা মোঃ রাজিব।সঞ্চালনা করেন খসরুল আলম সনেট,ও আব্দুল গফুর।আরও উপস্থিত ছিলেন মোঃসুলতান,যুবদল নেতা সোহেল আরমান,মোঃরনি,মাহমুদুল,মো ঃ বিপুল,মোঃ নবী মোঃ সানি,ইয়াছিন,ফয়সাল,মিলন সহ ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবকদল,তাতিদল,শ্রমিকদল নেতৃবৃন্দ।