বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

ট্রফি এবার বন্দরের জাহাজে করে আসছে তো কর্ণফুলীর তীরে?

আপডেট:

তাহমিদ লিয়াম,
ট্রফির গন্তব্য শেষমেশ কোথায় হবে? কর্ণফুলী তীরের দলটির শহরে নাকি রূপসী পাড়ের দলটির শহরের? এই প্রশ্নের উত্তর ইন শা আল্লাহ আগামীকাল এতোক্ষণে পেয়েও যাবেন সবাই।

লিগ স্টেজের ৮ ম্যাচের সাতটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে থেকেই প্রথম কোয়ালিফায়ারে জেমকন খুলনার বিপক্ষে খেলেছিল গাজী গ্রুপ চট্টগ্রাম। কিন্তু হেরে যাওয়ায় বেক্সিমকো ঢাকার বিপক্ষে খেলতে হয় সেকেন্ড কোয়ালিফায়ারে। সেখানে অবশ্য একচেটিয়াভাবে খেলে জয় পেয়ে যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে বন্দরনগরীর দলটি।

বিজ্ঞাপন

অন্যদিকে ৮ ম্যাচের ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্রথম কোয়ালিফায়ার খেলেছিল সাকিব-রিয়াদ-মাশরাফিদের নিয়ে গড়া খুলনা।

চট্টগ্রামের তো বটেই পুরো টুর্নামেন্টেরই শীর্ষ রান সংগ্রাহক লিটন দাশ। ১০ ম্যাচ খেলে ৫২.৮৫ গড়ে রান করেছেন ৩৭০। সর্বোচ্চ উইকেট শিকারীও কিন্তু চট্টগ্রামের মুস্তাফিজুর রহমান। ১০ ম্যাচে খেলে কাটার মাস্টারের ঝুলিতে আছে ২১ উইকেট।

বিজ্ঞাপন

তাছাড়া শরিফুল, সৌম্য, নাহিদুল, রাকিবুলরাও পারফর্ম করায় শিরোপা জয়ের প্রবল সম্ভাবনা কিন্তু চাটগাঁইয়াদেরই।

অন্যদিকে জেমকন খুলনার হয়ে সর্বোচ্চ ২৫৪ রান করেছেন জহুরুল ইসলাম অমি৷ এছাড়া খুলনার হয়ে সর্বোচ্চ উইকেট পেসার শহীদুল ইসলামের। বাবা মারা যাওয়ার কারণে বায়ো-বাবল ছাড়া এই ডানহাতি পেসারকে ফাইনালে খেলতে হলে আগে ‘করোনা নেগেটিভ’ সনদ দেখাতে হবে। এছাড়া টুকটাক অবদান রেখে যাচ্ছেন রিয়াদ, আরিফুল, শুভাগতরাও।

তবে খুলনার সবচেয়ে বড় মাথা ব্যাথার কারণ হতে পারে শ্বশুর মারা যাওয়ার কারণে ফাইনালের আগেই যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়া সাকিব আল-হাসানের অনুপস্থিতি৷ যদিও এর আগে একেবারে খারাপ ফর্মেই (বিশেষ করে ব্যাট হাতে) ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

যে-ই জিতুক, দিনশেষে ২০+২০=৪০ ওভারের একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় থাকলো পুরো জাতি৷ আগামীকাল বিকেল ৪ঃ৩০ মিনিটে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে মুখোমুখি হবে মোহাম্মদ মিথুনের গাজী গ্রুপ চট্টগ্রাম ও মাহমুদউল্লাহ রিয়াদের জেমকন খুলনা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত